মেহেরপুর প্রতিনিধঃ মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা ও তারিখ নির্ধারন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা যুবলীগের কার্যালয় এ সভার আয়োজন করা হয়। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এবং যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের নির্দেশক্রমে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করার পূর্বে প্রত্যেক গ্রামে প্রস্তুতি সভার তারিখ নির্ধারন করা হয়েছে। আগামী ১৩ই জুলাই কাঠালপোতা. ১৪ই জুলাই সোনাপুর, ১৫ ই জুলাই পিরোজপুর ২নং ওয়ার্ডে, ১৬ই জুলাই ৩নং ওয়ার্ডে, ১৭ই জুলাই ১নং ওয়ার্ডে, ১৮ই জুলাই নূরপুর, ১৯ শে জুলাই টুঙ্গি, ২০শে জুলাই গহরপুর, ২১শে জুলাই বলিয়ারপুর গ্রামে প্রস্তুতি সভা করা হবে। ২২শে জুলাই বর্ধিত সভা, ২৩শে জুলাই পিরোজপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হবে। ইউনিয়নের সকল যুবলীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লব ও সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ওয়াসিম হোসেন, যুবলীগ নেতা নূরুল ইসলাম রাজু, জাহাঙ্গীর আলম রবিসহ যুবলীগের নেতাকর্মীরা।