মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামে এক অগ্নিকান্ডে ২টি ঘর আগুনে পুড়ে ছায় হয়েছে। অগ্নিকান্ডে ৪টি ছাগলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানাগেছে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নরে রাধাগবিন্দপুর ধলা গ্রামের হোসেন আলীর ছেলে আহসান এর রান্না ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পাশর্^বর্তী ঘরেও আগুন লেগে যায়। অগ্নিকান্ডের সময় ঘরের সামনে বেঁধে রাখা ৪টি ছাগল পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুনে গৃহকর্তার জামার পকেটে রাখা নগদ টাকা সহ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল পুড়ে ছায় হয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হলেও ঘরে রাখা জিনিস পত্র পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে গৃতকর্তার স্ত্রী মহিরন নেছা আহত হয়