বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরে মাদকদ্রব্য, বাল্যবিবাহ, ইভটিজিং অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে রোভার- স্কাউট ছাত্র ছাত্রী প্রশিক্ষন

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ মাদকদ্রব্য, বাল্যবিবাহ, ইভটিজিং-সহ সামাজিক অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে জেলার সকল রোভার- স্কাউট ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে প্রশিক্ষনের আয়োজন করেছে মেহেরপুর সদর উপজেলা পরিষদ। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন। গতকাল সকাল ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নিবার্হী অফিসার মিজানুর রহমান।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার আনারুল ইসলাম, উপজেলা স্কাউটস্ এর সম্পাদক আশরাফুজ্জামান, জায়কা’র প্রতিনিধি নুরুল ইসলাম প্রমূখ। সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেপী (জাইকা)। প্রশিক্ষনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের রোভার- স্কাউটস এর সদস্য, শিক্ষক ক্যাডেটরা অংশগ্রহন করছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular