মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নিজ উদ্যোগে কয়েকদিনের ভারিবর্ষনে ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থদের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টার দিকে পৌরসভার ক্যাশবপাড়ার ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ মানুষের মাঝে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাউল ও ১ কেজি করে ডাল বিতরণ করেন। এ সময় সেখানে জেলা যুবলীগের সদস্য মাহাবুবুর রহমান ডালিম, উজ্জল হোসেন, আফজাল হোসেন লিখন, সারাফাত হোসেন, মালেক হোসেন মোহন, আবু শাকিল আঙ্গুর, কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইটসহ অনেকে ত্রাণ সামগ্রী বিতরণ-এর সময় উপস্থিত ছিলেন ।