মেহেরপুরে পবিত্র রমযান উপলক্ষ্যে ইমাম সমাবেশে

0
58

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমযান উপলক্ষে মেহেরপুর পৌরসভার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে পৌরসভা এ সমাবেশের আয়োজন করে।
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ইমাম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী, পৌর ইমাম সমিতির সভাপতি রোকনুজ্জামান, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, কাউন্সিলর আল মামুন, সৈয়দ আবু আবদুল্লাহ, শাকিল রাব্বি, জাফর ইকবাল, রাজিব আহমেদ, সোহেল রানা প্রমূখ।
পৌর সচিব তফিকুল আলমের সঞ্চালনায় মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন টি এন্ড টি জামে মসজিদের ইমাম হাফিজুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ইমামরা হচ্ছেন ধর্মীয় নেতা। একমাত্র আপনারাই পারেন খুতবার মাধ্যমে সমাজের কল্যানমূলক বার্তা দিতে। আপনাদের সকলেই মেনে চলে। একজন জনপ্রতিনিধি কোন কথা বললে অনেকে হয়তো ভাবে এতে কারো পক্ষ নেওয়া হয়েছে। কিন্তু একজন ইমাম যখন কথা বলেন তখন সকলেই ভাবেন এটা সটিক কথা। তাই জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ সহ সমাজের বিভিন্ন অসঙ্গতি গুলো নিয়ে আপনাদের ভূমিকা রাখতে হবে।
পরে পৌর মেয়রের পক্ষ থেকে ইমামদের বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়।