মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত

0
20

মেহেরপুর প্রতিনিধি (১১/০৬/১৭) ঃ পবিত্র মাহে রমজানের উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় সার্কিট হাউজে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মহাফিলে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা ও দায়রা জজ রবিউল হাসান, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এছাড়া  উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিয়াজান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা বশির আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, বাগোয়ানের ইউপি চেয়ারম্যান আয়ুব আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, প্রমুখ ।
এ ছাড়া অনুষ্ঠানে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মহাফিলে অংশ নেয়। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন মেহেরপুর আলেয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা ইমাম সমিতির সভাপতিধ আলহাজ্জ্ব মো: আনছার উদ্দীন বেলালী।