মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যানের মাধ্যমে ক্যান্সার, কিডনি ও লিভারসিরোসিস রোগে আক্রান্ত ১৯ জন অসহায় দুস্থ্যদের চিকিৎসার জন্য রোগীদের মাঝে সরকারী অনুদানের ৫০ হাজার টাকা করে প্রত্যেক জনকে চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে এ চেক বিতরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের হাতে চেক তুলে দেন । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। এসময় সেখানে জেলা প্রশাসন ও সমাজসেবার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।