মুদি দোকানির আড়ালে জঙ্গি, গ্রেপ্তার ২!

0
31

নিউজ ডেস্ক:

গাজীপুরের কামজুরি রোডের বাতিকুলমেশর এলাকা থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তারা হলেন- মো. চাঁন মিয়া (৩৮) ও মো. মজনু মিয়া (২৭)।
র‌্যাবের দাবি- গ্রেপ্তারকৃতরা গাজীপুর এলাকায় মুদি দোকানের ব্যবসার আড়ালে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতো। গতবৃহস্পতিবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়ার এএসপি রবিউল ইসলাম শুক্রবার জানান, গত ৩১ মে ঢাকার শিল্পাঞ্চল থানা এলাকা থেকে তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের দলের অন্য সদস্যদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে গত ২৩ জুন গাজীপুর চৌরাস্তা থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, মুদি দোকানের ব্যবসার আড়ালে তারা তাদের সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ, জঙ্গিবাদের জন্য নিজেদেরকে সক্রিয় সদস্য হিসেবে আত্মপ্রকাশ করে। তারা আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করতো।