মুজিব মানে !

0
66

নিউজ ডেস্ক:

মুজিব মানে জাতির পিতা

মুজিব মানে আশা

মুজিব মানে বীর বাঙালির

বুক ভরা ভালবাসা।

মুজিব মানে মুক্তিযুদ্ধ

মুজিব মানে মুক্তি

মুজিব মানে বজ্র কণ্ঠ

লাখো বাঙালির উক্তি।

মুজিব মানে গণতন্ত্র

মুজিব মানে দেশ

মুজিব মানে সোনার বাংলা

নেই ভেদাভেদ ক্লেশ।

মুজিব মানে দ্রোহের আগুন ৭ই মার্চের ভাষণ

৭১ এ কাঁপিয়েছিল ইয়াহিয়ার আসন।

মুজিব মানে বিশ্বনেতা

মুজিব মানে গর্ব

মুজিব মানে রাষ্ট্রনায়ক

নতুন একটি পর্ব।

মুজিব মানে বিশাল বপু

মুজিব মানে স্নেহ

মুজিব ছাড়া স্নেহের আদর

দেয়নি তো আর কেহ।

মুজিব মানে পিতার আসন

মুজিব মানে মাতা

শেখ মুজিবের সাতকাহনে

ভরা বইয়ের পাতা।

মুজিব মানে স্বাধীন বাংলা

মুজিব মানে সবুজ

মুজিব ছাড়া বীর বাঙালি

দুর্ভাগা আর অবুঝ।