মিয়ানমারে সহিংসতায় একদিনেই ২৬৪৯ রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজিবি !

0
25

নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে একদিনেই ২৬৪৯ রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজিবি। মঙ্গলবার সকাল ১১টা থেকে গতকাল বুধবার ১১টা পর্যন্ত এসব রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দেয়া হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত একদিনে আড়াই হাজারেরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকিয়ে দেওয়া হয়েছে। ৫৪ কিলোমিটার দীর্ঘ নাফ নদী সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ২ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা তৎপর রয়েছে ।