মিয়ানমারে বিমান দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি !

0
28

নিউজ ডেস্ক:

মিয়ানবারে দুর্ঘটনার তদন্তে কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির চিফ অব ফ্লাইট সেফটি শোয়েব চৌধুরীকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যায় মিয়ানমারে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে অনেকে আহত হয়। তবে তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। আমরা এ ঘটনা তদন্তে আজ ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি (বিজি ০৬০) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় ১৯ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে মিয়ানমারের হাসপাতালে ভর্তি করা হয়।