নিউজ ডেস্ক:
মালয়েশিয়ার সেরেমবানে একটি মালবাহী লরি উল্টে তানভীর আহমেদ সিদ্দিকী (৪৬) নামের এক বাংলাদেশি চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকের আরও এক সহকারী।
স্থানীয় সময় গত রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সেরেমবানের জালান বাহাউ কেমায়ান সড়কের জেমপলে এ দুর্ঘটনা ঘটে। খবর মালয়েশিরার স্টার অনলাইনের।নিহত বাংলাদেশি তানভীরের মরদেহ জেমপল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তবে তার বাড়ি বাংলাদেশের কোথায় তা জানা যায়নি।
জেমপরের পুলিশ সুপার নূরজাইনি মোহাম্মদ নূরের জানান, হিমায়িত মুরগির মাংস বহনকারী ওই লরি সড়কের একটি মোড় ঘোরার সময় উল্টে গেলে ফাঁদে পড়ে চালক তানভীর এবং তার সহকারী ইসমাইল ফাদলিজাহ (৪৬) ঘটনাস্থলেই নিহত হন। চালকের আরেক সহকারী সিয়াবান মো. আমিনকে (২৯) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।