নিউজ ডেস্ক:
পতিতাবৃত্তির অভিযোগে বাংলাদেশি এক তরুণীকে ১৫০০ রিংগিত জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাবাসের আদেশ দিয়েছেন মালয়েশিয়ার ম্যাজিস্ট্রেট কোর্ট। ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশবাহিনীর এক সদস্যকে যৌনসেবা অফার করেছিলেন।
মারুফা আখতার (২৫) নামের ওই বাংলাদেশি তরুণী অভিযোগ স্বীকার করার পরই ম্যাজিস্ট্রেট মাহিউদ্দিন মোহাম্মদ সোম এই অর্থদণ্ডের হুকুম দেন।
কুয়ালালামপুরের ডাং ওয়াংগির জালান, গত ৩ অক্টোবর রাত দেড়টার সময় চাংকাত বুকিত বিনতাংয়ের মোভিডা নাইট ক্লাবের ফাইভ-ফুট এ সার্জেন্ট থুরাইসিঙ্গামকে ওই কুপ্রস্তাব দেন মারুফা।
সোশ্যাল ভিজিট ভিসার অপব্যবহার করে পতিতাবৃত্তিতে যুক্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে মারুফার বিরুদ্ধে। মারুফা তার বিরুদ্ধে আনা এই অভিযোগটিও স্বীকার করে নিয়েছেন। এ অভিযোগে ম্যাজিস্ট্রেট তাকে আরও ৫০০ রিংগিত অর্থদণ্ড; অনাদায়ে আরও এক মাসের হাজতবাসের শাস্তি দেন।