হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি::
টেকনাফ উপজেলাধীন বাহারছড়া ইউনিয়নে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৬জন রোহিঙ্গা নারীকে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশদল। এরা মালয়েশিয়া যাওয়ার জন্য গোপন বৈঠকে বসেছিল বলে জানা যায়।
২২মার্চ সকাল ১০টারদিকে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই জহিরের নেতৃত্বে, কতিপয় দালাল মালয়েশিয়ায় মানব পাচারের জন্য মওজুদ করেছিল এমন সংবাদ পেয়ে শীলখালীর মকবুল আহমদের পূত্র মোঃ জয়নালের বাড়িতে অভিযান চালায় পুলিশ দল। পরে সেখান থেকে ৬জন রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়।
সূত্রে জানা যায়, কতিপয় এই দালাল রোহিঙ্গাদের এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে বশরের নৌকাযোগে পাচার করে আসছে। পুলিশী অভিযানে ৬ রোহিঙ্গা নারীকে আটক হলেও অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্যত্র আত্নগোপনে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক মোঃ জহির বলেন, জয়নালের বাড়ি থেকে আমরা ৬ রোহিঙ্গা নারীকে উদ্ধার করি। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।