মার্কিন সেনাবাহিনীতে বাড়ছে আত্মহত্যা !

0
21

নিউজ ডেস্ক:

গত ছয় বছরে আত্মহত্যার চেষ্টা করেছেন দশ হাজার মার্কিন সেনা। ২০০৪-২০০৯ সাল পর্যন্ত এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ আত্মহত্যার চেষ্টার ঘটনা। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রকাশিত জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই দাবি করা হয়।

গবেষণাপত্রে বলা হয়েছে, আমেরিকার সেনাবাহিনীর সদস্যের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় থেকে। এতে বলা হয়েছে, আত্মহত্যার চেষ্টাকারী সেনাদের মধ্যে ৮৬ শতাংশই পুরুষ। ৬৮ শতাংশের বয়স ত্রিশ বছরের কম এবং ৬০ শতাংশ সেনা শ্বেতাঙ্গ আমেরিকান।

এক বছর আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে সেগুলো আত্মহত্যার চেষ্টা ২.৩ গুণ বেড়েছে। ৬০০টি শক্তিশালী সামরিক ইউনিটের এমন প্রবণতা লক্ষ্য করা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ২৬৫ জন সেনা আত্মহত্যা করেছেন। ২০১৬ সালে প্রতি এক লাখ সেনার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটে ৩০টি। গত সাত বছরের মধ্যে এটাই ছিল সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা।