নিউজ ডেস্ক:
আমেরিকার উপকূলীয় অঙ্গরাজ্যে মেইনের অগাস্টার মানুষজন ছারপোকার অত্যাচারে অতিষ্ট। এ নিয়ে পৌর অফিসের দায়িত্বেও অনেকে সন্তুষ্ট নন। গত শুক্রবার অগাস্টার এক বাসিন্দা পৌর অফিসে ঢুকে পড়েন। সেখানে তিনি ছড়িয়ে দেন এক কাপ সমপরিমাণ ছারপোকা। কর্তৃপক্ষ বলছে, কাপটিতে প্রায় ১০০টি ছারপোকা ছিল।
সঙ্গে সঙ্গে ছারপোকাগুলিকে মারতে না পারায় পরে পুরো পৌর অফিসেই স্প্রে করতে হয়েছে কর্তৃপক্ষকে। ওই কাণ্ড ঘটানোর আগে ছারপোকা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ওই ক্ষুব্ধ ব্যক্তি। কিন্তু যথাযথ পদক্ষেপ না নেয়ায় তিনি পৌর অফিসে ছারপোকা ছেড়ে দিয়ে বলেন, তিনি পুরোনো অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন একটিতে উঠেছেন। কিন্তু সেখানেও তিনি ছারপোকার অত্যাচারে থাকতে পারছেন না।