চট্টগ্রামের পটিয়ায় সড়ক দূর্ঘটনায় মমতাময়ী মা জননীর কোল থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসের শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়ে শিশুটির মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বেলা ১২টার দিকে পটিয়া রেল স্টেশনস্থ জমিরিয়া মাদ্রাসার সামনে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে মা-বাবার সঙ্গে থাকা শিশুটি হাত থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শিশুটি পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আজিজুর রহমান সওদাগরের বাড়ির জুবায়ের পুত্র।