স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৯ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার পলিয়ানপুর, যাদবপুর ও মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেসময় পলিয়ানপুর সীমান্ত থেকে ২ জন, যাদবপুর সীমান্ত থেকে ৬ জন ও মাটিলা সীমান্ত থেকে ২১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।