মহেশপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ২ বাড়িতে ডাকাতি, টাকাসহ স্বর্ণালংকার লুট

0
25

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে গত রাতে ২টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা নগদ ২০ হাজার টাকা, ১১ ভরি স্বর্ণালংকার ও মোবাইল লুট করে। সোমবার রাত ৩টার দিকে  ভালাইপুর শেখপাড়ার একরামুল করিম জুয়েল ও মিজানুর রহমান পলাশের বাড়িতে এ ডাকাতি হয়।

একরামুল করিম জুয়েল জানান, রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এরপর পাশের মিজানুর রহমান পলাশের বাড়িতেও ডাকাতরা প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তিনি আরো  জানান, সকালে মহেশপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ বিষয় তিনি জেনেছেন। বিষয়টি নিয়ে আমাদের একজন অফিসার তদন্ত করছে।