প্রথমবারের মতো কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। কাঠ দিয়ে তৈরি এ স্যাটেলাইট মহাকশে পাঠিয়েছেন জাপানের বিজ্ঞানীরা। ভবিষ্যতে মহাকাশে অনুসন্ধানে কাঠ ব্যবহার করা যাবে কিনা তার সম্ভাব্যতা পরীক্ষার অংশ হিসেবে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রথম কাঠের তৈরি স্যাটেলাইটটির নাম ‘লিগনোস্যাট’। স্যাটেলাইটটি যৌথভাবে নির্মান করেছে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও গৃহনির্মাণ প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি।
আগামী ৫০ বছরের মধ্যে চাঁদ ও মঙ্গল গ্রহে কাঠের ঘর তৈরির পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। আর এ পরিকল্পনার অংশ হিসেবেই মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানো হয়েছে।
কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কোজি মুরাতা বলেন, উনিশ শতকের প্রথম দিকে কাঠ দিয়ে উড়োজাহাজ তৈরি করা হতো। আর তাই কাঠের তৈরি স্যাটেলাইটেরও সম্ভাবনা আছে। কাঠ মহাকাশে বেশি টেকসই; কারণ, সেখানে পৃথিবীর মত কোনো পানি বা অক্সিজেন নেই। ফলে মহাকাশে কাঠের নষ্ট হওয়ার সুযোগ কম। কাঠের স্যাটেলাইটের পরিবেশগত প্রভাবও কম।