ভারত-বাংলাদেশের মধ্যকার সিরিজে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল-অখিল ভারত হিন্দুসভা। চলতি মাসে ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এই ম্যাচে হামলার হুমকি দেয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। বাংলাদেশে হিন্দুদের উপর চলা অত্যাচারের প্রতিবাদ করতে হিন্দু মহাসভা এমন কাজ করার হুমকি দিয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যমটি।
এদিকে পরিস্থিতি এমন যে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ভেন্যুর সম্ভাব্য পরিবর্তনের কথাও চিন্তা করছে বলেও লিখেছে সংবাদমাধ্যমটি।
সেক্ষেত্রে সিরিজের দ্বিতীয় টেস্ট যাতে কানপুরে না করা যায় সেক্ষেত্রে ম্যাচটি মধ্য প্রদেশের ইন্দোরে হলকার স্টেডিয়ামে স্থানান্তরিত হতে পারে। এ পর্যন্ত এ স্টেডিয়ামে মাত্র তিনটি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল-অখিল ভারত হিন্দুসভা গোয়ালিওরে অনুষ্ঠিতব্য সিরিজের টি-টোয়েন্টি ম্যাচেও হামলার হুমকি দিয়েছিলো।