বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারত-পাকিস্তান-চীনের যৌথ সামরিক মহড়া !

নিউজ ডেস্ক:

শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটা সত্যিই ঘটতে চলেছে। ভারত-পাকিস্তান ও সেই সঙ্গে চীন একত্রে নামছে সামরিক মহড়ায়। সাংহাই কো-অপারেশনের এবারের শীর্ষ সম্মেলন বসছে কাজাখস্তানের রাজধানী আস্তানাতে। এই আস্তানাতেই হবে সাংহাইভুক্ত সবকটি দেশের যৌথ সামরিক মহড়া।

সাংহাই কোঅপারেশনে চীন ছাড়া রয়েছে ভারত, পাকিস্তান এবং সেই সঙ্গে রাশিয়া সহ মধ্য এশিয়ার কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

এ বছর এই বিশ্বমেলার থিম হয়েছে ‘ফিউচার এনার্জি’। কাজাখস্তান যাত্রা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই সম্মেলন থেকেই ভারতের সাংহাই কো-অপারেশনে পূর্ণ অংশীদারিত্ব শুরু হবে। আর তার ফলে গোটা বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ এবং আন্তর্জাতিক স্তরে মোট অভ্যন্তরীণ উৎপাদনের ২০ শতাংশের ভাগীদার হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন।

ওই পোস্টেই প্রধানমন্ত্রী মোদি আরও লিখেছেন, তাসখন্দ থেকে যে যাত্রা ভারত শুরু করেছিল আস্তানায় তার পরিক্রমা শেষ হবে। প্রসঙ্গত তাসখন্দে যে রিজিওনাল অ্যান্টি-টেররিজম স্ট্রাকচার তৈরি হয়েছে, তারাই এই যৌথ সামরিক মহড়ার নেতৃত্ব দেবে। যেহেতু ভারত-পাকিস্তান, এই দুই দেশ সাংহাই কোঅপারেশন ভুক্ত হয়েছে তাই এই মহড়ায় তাদের সেনাবাহিনীও অংশ নিচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular