ভারতীয় সেনাদের প্রয়োজন পূরণে ব্যর্থ ৩৬০০ কোটির ক্ষেপণাস্ত্র !

0
23

নিউজ ডেস্ক:

ভারতীয় সেনাদের প্রয়োজন পূরণে ব্যর্থ হয়েছে ভারতের নিজেদের তৈরি ভূমি থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র। প্রাথমিক পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারেনি ৩,৬০০ কোটি টাকার আকাশ।

কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (‌সিএজি)‌ এই রিপোর্ট মেক ইন ইন্ডিয়া প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে দিল। এই আকাশকে সামনে রেখেই বিদেশ থেকে অস্ত্র আমদানি বন্ধ করার কথা ভেবেছিল ভারত সরকার। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, ‘‌যত দূরের লক্ষ্যে আঘাত হানতে পারার কথা বলা হয়েছিল তা পারছে না। নির্ধারিত গতি পায়নি। ক্রিটিক্যাল ইউনিটেও সমস্যা রয়েছে। ’‌

সিএজি জানিয়েছে, চুক্তির পরে সাত বছর কেটে গেছে। এরপরেও চুক্তিমতো ছ’‌টি ক্ষেপণাস্ত্রের একটিকেও সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া যায়নি। আকাশ এবং এর নতুন সংস্করণ আকাশ এমকে–২ মাঝারি পাল্লার ভূমি থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম।

১৮ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষমতা রাখে আকাশ। ২০০৮ সালে ভারতীয় বিমানসেনারা প্রথম বার আকাশ পরীক্ষা করে। সেটিকে নিয়ে নেয় বিমানসেনা। ২০১০ সালে অতিরিক্ত ছ’‌টি স্কোয়াড্রন বরাত দেওয়া হয়। ‌‌‌