সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) দুপুর ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ঢুকতে দেখা যায়।
এরপর বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিতের যেই অঙ্গিকার, সেই বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তার জন্য সীমান্তের বেড়া নির্মাণে দুই দেশের বোঝাপড়ার বিষয়ে আলোচনা হয়েছে। চোরাচালান, অপরাধ দমনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি।
তিনি সীমান্তে অপরাধ কমাতে সহযোগিতামূলক আচরণ ব্যবস্থা নেয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সীমান্ত নিরাপত্তার স্বার্থে সীমান্তে বেড়া নির্মাণে দুই দেশের মাঝে বোঝাপড়া আছে।
বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে প্রণয় ভার্মা বলেন, পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে বিজিবি ও বিএসএফের মাঝে সহযোগীতামূলক আচরণ থাকবে, এমন আলোচনা হয়েছে বৈঠকে।