ভারতীয় সেনা সরাতে এবার সামরিক অভিযানে নামছে চীন !

0
24

নিউজ ডেস্ক:

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। ডোকলামে মুখোমুখি অবস্থান নিয়েছে দু’টি দেশ।

আর তারই জের ধরে এবার ঐ এলাকা থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য সামরিক অভিযান চালাতে যাচ্ছে চীন। এ ব্যাপারে চীনা বিশেষজ্ঞ জানিয়েছেন, ডোকলাম এলাকা থেকে সেনা সরাতে দুই সপ্তাহ ধরে এই অভিযান চালাবে তারা। ঐ এলাকায় ভারতের কোনো রকম হস্তক্ষেপ সহ্য করবে না চীন।

গত দু’সপ্তাহ ধরেই ডোকলাম ইস্যুতে উত্তপ্ত সীমান্ত। ভারত-চীন সীমান্তের সমস্যা মেটাতে ওই এলাকা থেকে সেনা সরানোর নির্দেশ ইতিমধ্যেই দিয়েছিল চীন। আর তারই জের ধরে আবারো হুমকির মুখে ভারতীয় সেনারা। নিজেদের ভূখণ্ড রক্ষা করতে বদ্ধপরিকর চীন।

উল্লেখ্য, গত ১৬ জুন থেকে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডোকলামে চীনা সেনাকে রাস্তা তৈরিতে বাধা দেয় ভারত। তারপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয়ে যায় উত্তেজনা। ভারতের দাবি, ডোকলাম সীমান্ত অঞ্চলটি তাদের দেশের অর্ন্তগত। কিন্তু চীনের দাবি, ১৮৯০ এর ব্রিটিশ ও চীনের এক চুক্তি অনুযায়ী ওই অঞ্চলটি তাদের।