ভাটারায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার !

0
23

নিউজ ডেস্ক:

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে শাহিন আলম নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার ভোরে ভাটারার থানার নয়ানগরের মিষ্টির গলি এলাকার একটি চারতলা ভবনের একটি কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি নীলফামারি জেলায়। বাবার নাম বাহার আলী। তিনি তার ভাইয়ের সঙ্গে এই এলাকায় থাকতেন।

ভাটারা থানার উপপরিদর্শক লাল মিয়া জানান, প্রথমিকভাবে ধরাণা করা হচ্ছে, শাহীনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে দেখা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান লাল মিয়া।