ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম মা !

0
32

নিউজ ডেস্ক:

মাত্র ১১ বছরের এক কিশোরী ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম মা হতে চলেছে। তার সন্তানের বাবাও নাবালক। তার বয়স এই কিশোরী মায়ের থেকে মাত্র কয়েক বছরের বড়। চলতি মাসের মধ্যেই ওই নাবালিকা সন্তানের জন্ম দেবে বলে জানা গেছে। বর্তমানে যে ব্রিটেনের কনিষ্ঠতম মা তার বয়স ১২ বছর। ২০১৪ সালে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়।

ব্রিটেনে বহু বছর আগে থেকেই নাবালিকা অবস্থায় মা হওয়ার নজির রয়েছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে জানা যায়, আজ থেকে ৫০ বছর আগে নাবালিকা অবস্থায় মা হওয়ার ঘটনা অনেক বেশি ঘটত। সচেতনতা বৃদ্ধিতে প্রচারের ফলে এই সংখ্যাটা এখন অনেকটাই কমেছে।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ২০১৬ সালে ইংল্যান্ড এবং ওয়েলস-এ নাবালিকা মায়ের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ২৬ হাজার। যাদের প্রত্যেকেরই বয়স ১৯ বা তারও কম। তবে এর আগে কোনও ১১ বছরের নাবালিকা মা হয়েছে এমন নজির নেই।