পৃথক ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (২১) ও নাসির ভূঁইয়া (৫১) নামে দুই ব্যক্তি মারা গেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে।জানা যায়, সরাইলের জহিরুল ইসলাম অটোরিকশার চার্জ দিতে গিয়ে ও নাসিরনগরের নাসির ভূঁইয়া বাড়িতে বৈদ্যুতিক সুইচে হাত দিয়ে প্রাণ হারান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, কুলিকুন্ডা গ্রামের নাসির মিয়ার বাড়ির পাখার সুইচে সমস্যা ছিল।
সকালে ওই সুইচে হাত দিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, গলানিয়া গ্রামের একটি ওয়ার্কশপে অটোরিকশা চার্জ দিতে যান একই এলাকার জহিরুল। এ সময় পড়ে থাকা তারে অসাবধানবশত তিনি বিদ্যুতায়িত হন।