বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ব্যারিকেড ভেঙে বিডিআরের চাকরিচ্যুতদের শাহবাগ ‘ব্লকেড’

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় চাকরীচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন তারা।

মিছিলটি টিএসি ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে দিয়ে শাহবাগে প্রবেশের সময় পুলিশের বাধা মুখে পড়ে। বাধা উপেক্ষা করেই চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। তারা দাবি জানান, সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দী সদস্যদের মুক্তি দিতে হবে। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও, তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।

পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular