বেশি আশাবাদী হওয়ার কিছু নাই, তবে কিছুটা আশা তো রাখতেই হবে: মির্জা ফখরুল !

0
14

নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে গতকাল রবিবার সকালে সংলাপে বসে দলটির ১৬ সদস্যের প্রতিনিধি দল। সংলাপে সভাপতিত্ব করেন সিইসি কেএম নুরুল হুদা।

সংলাপের বিষয়ে দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ফখরুল। এসময় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা বিএনপির প্রস্তাবগুলো তিনি পড়ে শোনান।

এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বেশি আশাবাদী হওয়ার কিছু নাই। তবে কিছুটা আশা তো রাখতেই হবে। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। নির্বাচন কমিশনের সদস্যরা বলেছেন, তাদের ক্ষমতা অনেকখানি সীমাবদ্ধ। তারপরও তারা একসঙ্গে বসবেন, আলাপ করবেন এসব বিষয়ে কী কী করা যায় তা তারা বিবেচনা করে দেখবেন। তাদের কী কী সুযোগ আছে সে অনুযায়ী পদক্ষেপ নেবেন। তারা এও বলেছেন, আমাদের প্রস্তাবগুলো নির্বাচন কমিশনের কাছে সময়োপযুগী, সুচিন্তিত ও সুনির্দিষ্ট মনে হয়েছে।