বেনাপোলে ৮৪ বোতল ফেন্সিডেল সহ মাদক ব্যবসায়ী আটক

0
14

এবিএস রনি,শার্শা (যশোর) প্রতিনিধি।। বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে বেলাল নামে এক মাদক ব্যবসায়িকে ৮৪ বোতল ফেন্সিডেল সহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ানের সদস্য র‌্যাব। বুধবার রাত সাড়ে ৮ টার সময় আটক করা হয়।

আটককৃত ফেন্সিডেল ব্যাবসায়ি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মোসলেমের ছেলে।

যশোর র‌্যাব -৬ এর  সিনিয়ার এএসপি মো: খোদাদাদ হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন গোপন সংবাদের ভিত্তিতে তারা সাদিপুর আস্তানা মোড় ব্রাক স্কুলের পাশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি বেলাল সহ ৮৪ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডেল উদ্ধার করা হয়। বেলাল এ ফেন্সিডেল দেশের প্রত্যান্ত অঞ্চলে পাঠায় বলে তিনি জানান। তিনি আরো বলেন আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত/২০০৪) এর ১৯ (১) টেবিল ৩(খ) ধারায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।