বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বেনাপোলে বন্দুক যুদ্ধে নিহত ২

এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি ঃ  আজ বুধবার(৩০ মে) ভোরে যশোরের বেনাপোল সীমান্তে দুদল মাদক ব্যাবসায়ীদের মধ্য গুলাগুলিতে দুজন নিহত হয়েছে।

বেনাপোল পোর্ট থানার পুলিশ বড়আঁচড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে। দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয় বলে পুলিশের দাবি।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, নিহতদের মধ্যে একজন বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত শাহাজান এর ছেলে লিটন হোসেন (৩৫)। তার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

ওসি অপূর্ব হাসান বলেন, ‘বুধবার রাত আড়াইটার দিকে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের হরিনাপোতা পাড়ার শফির আম বাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলছে।এধরনের খবরপেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা, একটি আগ্নেয় অস্ত্র, দুই রাউন্ড গুলি ও দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়।পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ কাজল মল্লিক জানান, মরদেহ দুইটি সরাসরি মর্গে পাঠানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular