বেতন থেকে ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে শিক্ষক সমিতির মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

0
34

রিপোর্ট : ইমাম বিমান: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করে জেলা শাখার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে (স্কুল কলেজ) অবসর ও কল্যান তহবিলে অতিরিক্ত ৪% চাঁদা কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবসর সুবিধা, বোর্ড ও কল্যাণ ট্রাষ্ট সহ ১০% কর্তন এর প্রজ্ঞাপন বাতিলের দাবীতে বিটিএ ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে ৩০ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করেন। উক্ত মানব বন্ধন কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক স্বপন কুমার দাস, যুগ্ন সাধারন সম্পাদক রিপন কুমার হালদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ আমির প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা, বোর্ড ও কল্যান ট্রষ্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে স্মারলিপি প্রদান করেন।