বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি

0
27

মেহেরপুর প্রতিনিধি: ষড়যন্ত্রমূলক সাজানো মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক বিচারে মামলায় গ্রেফতার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার সময় শহরের পৌর ঈদগাহ পাড়ায় নিজ কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটনের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বিএনপি নেতা এ্যাড. মকলেছুর রহমান স্বপন প্রমূখ। এসময় সমাবেশে বিএনপি নেতা একরামুল হক, আব্দুল হামিদ খান গাজু, ফরিদ উদ্দিন, ইউনুস আলী,আনিস মেম্বর, যুবদলনেতা ইসমাইল হোসেন, মনিরুল ইসলাম মনি,আলতাব হোসেন, মিনাজ উদ্দিন, রাশিবুল ইসলাম, খায়রুল হাসান, সোহাগ, ছাত্রনেতা রোকন, লিটন, সাগর, ইদ্রিস, মিরাজুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত । নেত্রীর ওপর সকল প্রকার হয়রানি ও হেনস্থার অবসান ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।