বেইজিংয়ে আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৫ জনের মৃত্যু !

0
16

নিউজ ডেস্ক:

চীনের রাজধানী বেইজিংয়ের চাওয়াং এলাকায় মঙ্গলবার রাতে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে পাঁচজনের প্রাণহানি এবং আরো নয়জন দগ্ধ হয়েছে। খবর সিনহুয়ার।
দমকল বিভাগ জানায়, শিবালিডিয়ান শহর উপকণ্ঠের আবাসিক এলাকায় রাত ১ টা ১৮ মিনিটে এ আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল বিভাগ জানায়, বিদ্যুত চালিত দু’টি বাইসাইকেল থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পুলিশ বুধবার বাড়ির মালিককে আটক করে। ভাড়া দেয়ার জন্য বাড়িটি নিজস্বভাবে তৈরী করায় তাকে আটক করা হয়।
চীনের কমিউনিষ্ট পার্টির (সিপিসি) বেইজিং পৌরসভা কমিটির সেক্রেটারি কাই কি ও বেইজিংয়ের ভারপ্রাপ্ত মেয়র চেন জিনিং ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের হাসপাতালে দেখতে যান।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নগরীর দক্ষিণাঞ্চলীয় দক্সিং এলাকার একটি আবাসস্থলে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯ জন প্রাণ হারানোর এক মাসেরও কম সময়ের মধ্যে নতুন করে এ দুর্ঘটনা ঘটলো।