বৃহস্পতিবার সন্ধ্যায় সংলাপে বসতে জাতীয় ঐক্যফ্রন্টকে আওয়ামী লীগের আমন্ত্রণ !

0
29

নিউজ ডেস্ক:

ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সংলাপে বসতে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এই আমন্ত্রণের চিঠি নিয়ে ড. কামাল হোসেনের ৭ বেইলি রোডের বাসায় যান।
এ বিষয়ে জানতে চাইলে ড. আবদুস সোবহান গোলাপ বাসস’কে বলেন, ‘সকাল পৌনে আটটার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ৭ বেইলি রোডের বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র দিয়ে এসেছি।’
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেয়ার সময় কিছুক্ষণ কথা হয়েছে উল্লেখ করে গোলাপ বলেন, ‘বাসায় ড. কামাল হোসেন ছিলেন, পরে মোস্তফা মহসীন মন্টু আসেন। আমি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে দিয়েছি, ওনারা আন্তরিকতার সঙ্গে সেটা গ্রহণ করেছেন।’