এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত এসআই শ্রেষ্ট তদন্ত অফিসারের পুরুস্কার পেলেন।
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম, পিপিএম) মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ট তদন্ত অফিসারের পুরুস্কারটি তুলে দেন দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত এসআই মোঃ আনোয়ারুল ইসলামের হাতে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, বশির আহম্মেদ এবং ৮ জেলার পুলিশ সুপার মহোদয়।
উল্লেখ্য, দিনাজপুরের বীরগঞ্জ থানায় কর্মরত অবস্থায় বেশ কিছু চাঞ্চল্যকর মামলা রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আদালতে সোপর্দ করেছেন এসআই মোঃ আনোয়ারুল ইসলাম। এ ছাড়াও অপরাধীদের আদালতে স্বীকারোক্তী মুলক জবানবন্দী প্রদানের ব্যবস্থা করেছেন। এক সৎ পুলিশ অফিসার হিসেবে তিনি কর্মরত এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন। বিশেষ করে অসহায় নির্যাতিত পরিবারকে আইনি সহযোগীতার ক্ষেত্রে তার গৃহিত পদক্ষেপ এলাকায় ব্যাপক আলোচিত এবং প্রশংসিত হয়েছে। তাকে পুরুস্কৃত করায় বীরগঞ্জের সাধারণ মানুষ পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।