এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের শতকরা ৮৫ জন মানুষ কৃষির উপর নির্ভরশীল। বিশেষ করে দিনাজপুর কৃষি প্রধান জেলা, এই জেলায় বিভিন্ন প্রজাতের ধান, গম, ভূট্টা, শাক, শব্জী সহ নানা জাতীয় ফসল উৎপাদনের মাধ্যমে দিনাজপুরের মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। তাই দিনাজপুর কৃষির দিক থেকে খুবই গুরুত্বপূর্ন। মালিক’স ফার্ম এই প্রতিষ্ঠান সু-প্রতিষ্ঠিত হলে শুধু দিনাজপুরই নয় বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ উন্নত বীজের মাধ্যমে উন্নত ফসল উৎপাদন করতে পারবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন এমপি গোপাল।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নে ১৬ মে মঙ্গলবার মালিক’স ফার্ম কমপ্ল্রেক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল হক সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত থেকে আগত সাকাতা সীড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর ম্যনেজিং ডাইরেক্টর এন্ড সি,ই,্ও ডা. জয়সিং, সাকাতা সীড জাপান প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর ড.ইনিডা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, ওসি আবু আক্কাস আহম্মেদ ও সাতোর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মালিক’স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আতিয়া রহমান মালিক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রজাতের বৃক্ষরোপন করেন এবং বিভিন্ন প্রজাতির শাক-শব্জির বীজ তলা পরিদর্শন করেন।