এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর বীরগঞ্জে ভয়াবহ আগুনে ১৪ টি ঘর সহ ৭ টি গবাদিপশু পুড়ে ছাই হয়েছে।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের বাড়ীতে ১৭ মার্চ শনিবার রাত ১০টার দিকে সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আফাজ উদ্দিনের ৩টি গরু, ৩টি ছাগল সহ প্রতিবেশি ফজলু হক, আমিনুর ইসলাম, আজিজুল হক এর ১৪টি ঘরের সম্পুর্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যপারে ইউপি চেয়ারম্যান জুয়েলুর রহমান, আওয়ামীলীগ সভাপতি মোস্তাক আহম্মেদ মানিক ও পরিবারগুলোর সুত্রে যানাগেছে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।