বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিয়েতে ১৮ ফুটের লম্বা কেক কেটে তাক লাগিয়ে দিলেন নিক-প্রিয়ঙ্কা!

নিউজ ডেস্ক:

বিয়ের অনুষ্ঠান তো বটেই, কেক কেটেও বলিউডকে তাক লাগিয়ে দিলেন আমেরিকান পপ সিঙ্গার নিক জোনাস এবং বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু কী এমন কেক, যা হাঁ হয়ে দেখল গোটা বলিউড।

আসলে নিক-প্রিয়ঙ্কা বিয়েতে ১৮ ফুটের জাম্বো একটা কেক কেটেছেন। ছ’তলার সেই কেকটি এই জুটি কেটেছিলেন ১ ডিসেম্বর। খ্রিস্টান মতে সে দিনই ছিল তাঁদের বিয়ের দিন। বলি সূত্রের খবর, এই কেকটি তৈরি করতে দুবাই আর কুয়েত থেকে দু’জনকে নিয়ে এসেছিলেন নিক জোনাস।

প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে কেক কাটার ভিডিয়ো শেয়ারও করা হয়েছে। নেটপাড়ায় বিরাট হইচই শুরু হয়ে গিয়েছে সেই কেক নিয়ে। প্রিয়ঙ্কা ভক্তদের মধ্যে কেক নিয়ে মিমসেরও লড়াই চলছে। কেউ বলছেন, “কেকটাকে দেখে তো একটা বড় বিল্ডিং মনে হচ্ছে।’’ কেউ আবার বলছেন, ‘‘‌অত বড়ো কেকটা খেল কে?’’ কেউ তো আবার প্রিয়ঙ্কার কাছে কেকের একটু ভাগও চেয়ে নিয়েছেন।

সব মিলিয়ে তাঁদের বিয়ে নিয়ে চর্চা সর্বত্র। যোধপুরের উমেদ ভবনে জাঁকজমক ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন আমেরিকান পপ গায়ক নিক জোনাস এবং বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। খ্রিস্টান মতে তাঁরা বিয়ে করলেন ১ ডিসেম্বর আর ঠিক তার পরের দিন ছিল নিক-প্রিয়ঙ্কার হিন্দু মতে বিয়ে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular