বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্বে ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৯৪৪১

বিশ্বে ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৯৪৪১

 

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪৪১ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬২৩ জন।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ ৪৮ হাজার ৭৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯ হাজার ৩৮২ জন। এর আগের দিন মারা যান ৯ হাজার ২৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৬২৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৭০ হাজার ৩৮৩ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৯৬ জনের। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৬১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৮৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ১৫০ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৪৯২ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫৪৪ জন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular