বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কার !

0
36

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়াতে আবিষ্কার হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপ। নর্থওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে পাওয়া সে পায়ের ছাপটির দৈর্ঘ্য হচ্ছে ৫ ফুট ৯ ইঞ্চি বা ১.৭৫ মিটার।

গবেষকদলের প্রধান জানান এই পায়ের ছাপটি সাওরোপদ নামে লম্বা গলার তৃণভোজি প্রাণীর হতে পারে। এ ডাইনোসরের পায়ের ছাপটি যাকে হটিয়ে সবচেয়ে বড় পায়ের ছাপের স্বীকৃতি পেয়েছে সেটি হলো গত জুলাইয়ে পাওয়া ৩ ফুট ৯ ইঞ্চি দৈর্ঘ্যের পায়ের ছাপটি। বলিভিয়াতে পাওয়া সে পায়ের ছাপটি ছিল সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসরের পায়ের ছাপ।

ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের অধ্যাপক স্টিভ সালিসবারি বলেন, ‘এই দানবাকৃতির পায়ের ছাপটি সত্যিই অসাধারণ। এর কাছাকাছি আসতে পারে এমন কোন ছাপ এখনো পাওয়া যায়নি। ’

সালিসবারি মনে করেন এই ড্যাম্পিয়ার পেনিসুলা এ ধরণের পায়ের ছাপ তৈরি ও সংরক্ষিত হওয়ার জন্য আদর্শ জায়গা। বিষয়টা স্পষ্ট যে ডাইনোসর ও প্রাগৈতিহাসিক প্রাণ গবেষণায় এ আবিষ্কারগুলো খুব ইতিবাচক অবদান রাখবে।