বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্বের বৃহত্তম তন্ত্র-মন্ত্রের বাজার !

নিউজ ডেস্ক:

তন্ত্র-মন্ত্রের কথা শুনলেই আমাদের মাথায় ভুতুড়ে পরিবেশের কথা আসে। আমরা সবাই জানি গ্রাম হোক বা শহর সকলেই নিজের ইচ্ছা পূরণ করার জন্য এই বিদ্যার ব্যবহার করে। কিন্তু আপনারা জানেন কি এতে ব্যবহৃত পণ্যের বাজার কোথায়।

পশ্চিম আফ্রিকায় এমন একটি বাজার রয়েছে যেখানে বাদরের শুকনো মাথা, হরিণের মাথার খুলি, এমনকি কুমিরের দেহের কাঠামো পাওয়া যায়। আফ্রিকার টোগো রাজধানী লোমেতে এই বাজার বসে। এই বাজারটিকে বিশ্বের বৃহত্তম তন্ত্র-মন্ত্রের বাজার বলা হয়।

এখানে বিভিন্ন ধরনের পাখির হাড়ও পাওয়া যায়। এখানকার লোকেরা বাদরের শুকনো মাথাকে যৌন শক্তি বৃদ্ধি করার জন্য ক্রয় করে। এছাড়া পাইথনের চামড়া, হায়নার মাথা, জীবিত ঈগলও পাওয়া যায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular