বিলিভ ইন বাংলাদেশ-ইনভেস্ট ইন বাংলাদেশ !

0
52

নিউজ ডেস্ক:

আমেরিকায় ফোবানার ৩১তম বাংলাদেশ সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার দুপুরে ‘বিলিভ ইন বাংলাদেশ-ইনভেস্ট ইন বাংলাদেশ’ শিরোনামে সেমিনারের আয়োজন করা হয়। ফ্লোরিডার মায়ামী শহরের হায়াত রিজেন্সি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিশ্ব আজ অবাক বিস্ময়ে বাংলাদেশের সাফল্য দেখছে। বাংলাদেশ এমন সাফল্য লাভ করবে কেউ কোনদিন ভাবতে পারেনি। এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির হিসাবে উল্লেখ করা হতো। কিন্তু সেই বাংলাদেশ আজ তার আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বন্যা, ঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বারবার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

পনিসম্পদ মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, সমৃদ্ধি এবং লভ্যাংশের অংশীদার হওয়ার মাধ্যমে কোটি মানুষের জীবনমানের পরিবর্তন আনার প্রচেষ্টায় শরিক হওয়ার সময় এসেছে।

বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বিদেশি ব্যবসায়ীদের জন্য সরকারের দেয়া সুবিধাদি প্রসঙ্গে বলেন, আইন করে বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদান, ট্যাক্স হলিডে, যন্ত্রপাতি আমদানিতে কর রেয়াত, রয়্যালটির রেমিটেন্স, শতভাগ বিদেশি বিনিয়োগ, অনিয়ন্ত্রিত প্রত্যাহার নীতি, লভ্যাংশ ও পুঁজি দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার সুবিধাসহ অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। আমাদের ওষুধ শিল্প দেশের শতকরা ৯৭ ভাগ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিশ্বের ৯২টি দেশে রফতানি হচ্ছে।