নিউজ ডেস্ক:
হাজার ফুট উপর থেকে পড়েও অক্ষত থাকল ফোন। শুধু অক্ষতই থাকল না, পড়ার পরেও দিব্যি ভিডিও রেকর্ডিং করল।
সম্প্রতি বিমান থেকে ফোন পড়ে যাওয়ার সেই ভি়ডিও রেকর্ডিং ইউটিউবে পোস্ট করেন রবার্ট রায়ান। যা ইতিমধ্যেই ভাইরাল।
রবার্ট রায়ান তার চাচা ব্লেক হেনডারসনের সঙ্গে ব্যক্তিগত বিমানে উঠেছিলেন। ওই ফোনটি ব্লেকেরই। রায়ান জানান, চাচা ব্লেক পাশ দিয়ে উড়ে যাওয়া অন্য একটি বিমানের ভিডিও তুলছিলেন। সে সময়ই হাত ফসকে ফোনটি পড়ে যায়। পড়ার সময়ও ভিডিও রেকর্ডিং চালু থাকায় ফোনে সবটাই রেকর্ড হয়।
ইউটিউবে পোস্ট করা ১১ মিনিটের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান থেকে পড়ে শেষে একটি বাগানে ঘাসের উপরে গিয়ে পড়ে ফোনটি। বাগানে কর্মরত এক ব্যক্তি অনেক পরে ফোনটিকে দেখতে পান। ফোনে তাদের কথোপকথনও রেকর্ড হয়ে যায়।
পরে অবশ্য ফোনটি খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে হাজির হন রায়ান। সবটা জানার পর তারা রায়ানকে ফোন ফিরিয়েও দেন। তারপরই বিষয়টি জানিয়ে ওই ভিডিও পোস্ট করেন তিনি।