১৬ ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জন্য আনন্দের খবর নিয়ে এসেছেন টাইগাররা। সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে দিবসটি রাঙিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। সৌম্য সরকারের ৩২ বলে ৪৩ রানের ওপর ভর করে স্বাগতিকদের সামনে ১৪৮ রানের লক্ষ্য রেখে মাঠ ছাড়ে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের শুরু হয় বাংলাদেশের বোলিং আক্রমণের পর। দলীয় ৩৮ রানে ৫ উইকেট হারানোর পর আর ম্যাচে ফিরে আসতে পারেনি স্বাগতিকরা। মেহেদি হাসান ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পতন দ্রুত ঘটে। মেহেদি হাসান এক ওভারেই দুই উইকেট তুলে নেন, তাসকিন আহমেদও দ্রুত উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে এনে দেন।
শেষ দিকে, রোভম্যান পাওয়েল এক প্রান্তে লড়াই করে ৩৫ বল থেকে ৬০ রান করেন। তবে শেষ ওভারে হাসান মাহমুদ তাকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরিয়ে দেন। এরপরই বাংলাদেশ নিশ্চিত করে ৭ রানের জয়।
ওয়েস্ট ইন্ডিজের জন্য ১৪৮ রানের লক্ষ্য ছিল বেশ চ্যালেঞ্জিং, এবং শেষ পর্যন্ত তারা ১৪০ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদি হাসান ৪ ওভারে ২ উইকেট নেন, তাসকিন আহমেদ ২ উইকেট শিকার করেন।