রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

‘বাবু খানের হাত ধরে রোল মডেল হবে চুয়াডাঙ্গা-২ আসন’

চুয়াডাঙ্গার দর্শনায় শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান বলেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে ছেলে মেয়েদের খেলার মনোযোগ নষ্ট করা হয়।

তারা যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছিলো। যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো। চুয়াডাঙ্গা-২ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে।

আগামীতে উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নেবে বিএনপি। অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন, দর্শনা পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জাহান আলী, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মুরশিদুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান মুকুল, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম সুজন, রামাজুস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত।

ফুটবল খেলা পরিচালনা করেন, ইকরামুল হক নিপুন। সহযোগিতায় ছিলেন সুভাষ ও আলো। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুটবল টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক ও দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য লুৎফর রহমান। টুর্নামেন্টের চতুর্থ খেলায় অংশগ্রহণ করেন খুলনা একাদশ বনাম খালিশপুর সারাতলা ফুটবল একাদশ। খেলায় ২-০ গোলে বিজয়ী হন খুলনা একাদশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular