বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাণিজ্য ঘাটতি ৯৪৭ কোটি মার্কিন ডলার !

নিউজ ডেস্ক:

২০১৬-১৭ অর্থবছরে বাণিজ্য ঘাটতি হয়েছে ৯৪৭ কোটি মার্কিন ডলার। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৫-১৪ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ৬৪৬ কোটি ডলার। আলোচ্য সময়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমদানি-রপ্তানির মধ্যে ব্যবধান বেড়ছে ৪৬ দশমিক ৬২ শতাংশ। এ ছাড়া ২০১৬-১৭ অর্থবছরের সেবা খাতে আমদানি-রপ্তানির পরিমাণও বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে সেবা খাতে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ২৭০ কোটি ডলার। আর ২০১৬-১৭ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৩২৮ কোটি মার্কিন ডলারে।

এদিকে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, ২০১৬-১৭ অর্থবছরের রপ্তানি করে ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার ডলার আয় হয়। ২০১৫-১৬ অর্থবছরে আয় হয় ৩ হাজার ৪২৫ কোট ৭১ লাখ ৮০ হাজার ডলার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular