বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপকের ভাইয়ের ইন্তেকাল

0
42

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) মো. সাজ্জাদ হোসেন এর বড় ভাই মো. আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বৃহস্পতিবার (১৫ মার্চ) ভোর রাত ৩টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর সম্প্রতি সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে সুনামের সহিত অবসর গ্রহণ করেছিলেন তিনি। আজ (বৃহস্পতিবার) বাদ আসর তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তির দেবকরা গ্রামে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে। ভাইদের মাঝে মোঃ আনোয়ার হোসেন ছিলেন মেজো। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রী এবং ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।