নিউজ ডেস্ক:
১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ঘটনা জরুরি বিষয় (ইমারজেন্সি আইটেম) হিসেবে গৃহীত হয়েছে। সম্মেলনে সাংসদরা মিয়ানমার সরকারের প্রতি দ্রুত এ সহিংসতা বন্ধের আহ্বান জানান।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় মঙ্গলবার বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। বাংলাদেশে পেয়েছে ১০২৭ ভোট। এর বিপরীতে মিয়ানমারের পক্ষে পড়েছে মাত্র ৪৭ ভোট।
আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূল বন্ধে এটি বৈশ্বিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে। ১০ লাখ মানুষ সহিংসতা ও হত্যাকাণ্ডের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। এটা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় একটি হুমকি।